আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন মাসের সন্তানকে জলের ট্যাঙ্কে চুবিয়ে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। শিশু সন্তানকে খুনের অভিযোগে ঘাতক মাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ জেরার পর খুনের বর্ণনা দিয়েছেন অভিযুক্ত তরুণী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের অম্বিকানগর এলাকায়। গত শনিবার ২২ বছরের তরুণী করিশ্মা বাঘেল পুলিশকে জানিয়েছিলেন, তাঁর তিন মাসের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশ খোঁজ শুরু করে। বাড়ির আশেপাশে খোঁজার পর ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক থেকে শিশু সন্তানের দেহ উদ্ধার করেছে তারা। 

পুলিশের সন্দেহ হতেই করিশ্মাকে জেরা শুরু করে। প্রথম থেকেই অসংলগ্ন কথা বলছিলেন তিনি‌। একবার জানান, তিনি স্নান করতে গিয়েছিলেন। সেই সময় শিশুটি ঘরেই ছিল। স্নানঘর থেকে বেরিয়ে সন্তানকে আর দেখতে পাননি। পরে জানা যায়, নিজের সন্তানকে জলের ট্যাঙ্কে চুবিয়ে খুন করেন। দেহ সেখানে রেখেই পুলিশে তিনি খবর দেন। 

পরিবারের তরফে জানা গেছে, অন্তঃসত্ত্বা থাকাকালীন করিশ্মার মানসিক ও শারীরিকভাবে নানা বদল আসে। ক্ষণে ক্ষণে শরীর খারাপ হত তাঁর। যার জন্য মেজাজ বিগড়ে যেত। সন্তানের জন্মের পরেও মেজাজ হারিয়ে ফেলতেন। শিশুটি কান্নাকাটি করত বলে, খুব বিরক্ত হতেন। কিন্তু নিজের সন্তানের সঙ্গে নৃশংস কাণ্ড যে ঘটাবেন, তা টের পাননি কেউ।